বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত এখন পর্যন্ত ছয়টি সোনাসহ ১৮টি পদক জিতেছে। একতা ভয়ান গতকাল F51 ক্লাব থ্রো বিভাগে ১৮তম পদকটি জিতেছেন। প্যারালিম্পিকের স্বর্ণপদকজয়ী নবদীপ আজ খেলবেন। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ইভেন্টের শেষ দিনে ভারতের সর্বোচ্চ সাতটি পদক অর্জন করার সম্ভাবনা রয়েছে।
Site Admin | October 5, 2025 1:51 PM
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত এখন পর্যন্ত ছয়টি সোনাসহ ১৮টি পদক জিতেছে