September 30, 2025 9:59 PM

printer

বিশ্ব প্যারা-অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারতের প্যারা অ্যাথলিটসরা বিশেষ নজির গড়েছে।

বিশ্ব প্যারা-অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারতের প্যারা অ্যাথলিটসরা বিশেষ নজির গড়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের জ্যাভলিন তারকা সুমিত আন্তিল পুরুষদের জ্যাভলিন থ্রো এফ ৬৪ বিভাগে সোনা জিতেছেন। পাশাপাশি জ্যাভলিন থ্রো এফ ৪৪ বিভাগেও সোনা জিতেছেন সন্দীপ সঞ্জয় সারগার। সুমিত আন্তিল ৭১ দশমিক তিন সাত মিটার থ্রো এর মাধ্যমে চ্যাম্পিয়ানশিপ রেকর্ড গড়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।