বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আজ দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। লর্ডসে আগামী ১১ থেকে ১৫ই জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।
এদিকে, বিসিসিআই ঘোষণা করেছে আগামী ১৭ই মে থেকে পুনরায় শুরু হতে চলেছে আই.পি.এল। এই অবস্থায় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা যারা আই পি এল খেলেন তারা ভারতে আসতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে।