September 29, 2024 9:40 PM

printer

বিশ্ব জুনিয়র শ্যুটিং চ্যাম্পিয়নশীপের প্রথম দিনেই ভারত দুটি সোনা এবং ব্রোঞ্জ পদক পেয়েছে

পেরুর লিমায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র শ্যুটিং চ্যাম্পিয়নশীপের প্রথম দিনেই ভারত দুটি সোনা এবং ব্রোঞ্জ পদক পেয়েছে। দশ মিটার পিস্তলের দলগত বিভাগে ভারতের পুরুষ এবং মহিলা, উভয় দলই স্বর্ণ পদক জিতেছে।
অন্যদিকে, দশ মিটার এয়ার পিস্তলের ব্যাক্তিগত ইভেন্টে ভারতের মহিলা শ্যুটার কনক ব্রোং পদক পেয়েছেন।