মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 26, 2025 10:33 AM

printer

বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ  জিতে ভারতের অনহত সিং ইতিহাস সৃষ্টি করেছেন

মিশরের কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ  জিতে ভারতের অনহত সিং ইতিহাস সৃষ্টি করেছেন। এই প্রতিযোগিতার গত ১৫ বছরের ইতিহাসে এটি ভারতের প্রথম পদক । দিল্লির ১৭ বছর বয়সী অনহত গতকাল সেমিফাইনালে মিশরিয় প্রতিদ্বন্দ্বী নাদিয়েন এলহামমির কাছে ১১-৬, ১৪-১২, ১২-১০-এ হেরে গেলেও  ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন । অনহতের এই সাফল্য ভারতীয় স্কোয়াশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত ।   ২০১০ এ  দীপিকা পল্লিকলের পর তিনিই প্রথম ভারতীয় যিনি জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের  পোডিয়ামে উঠেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।