মিশরের কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে ভারতের অনহত সিং ইতিহাস সৃষ্টি করেছেন। এই প্রতিযোগিতার গত ১৫ বছরের ইতিহাসে এটি ভারতের প্রথম পদক । দিল্লির ১৭ বছর বয়সী অনহত গতকাল সেমিফাইনালে মিশরিয় প্রতিদ্বন্দ্বী নাদিয়েন এলহামমির কাছে ১১-৬, ১৪-১২, ১২-১০-এ হেরে গেলেও ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন । অনহতের এই সাফল্য ভারতীয় স্কোয়াশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত । ২০১০ এ দীপিকা পল্লিকলের পর তিনিই প্রথম ভারতীয় যিনি জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের পোডিয়ামে উঠেছেন।
Site Admin | July 26, 2025 10:33 AM
বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে ভারতের অনহত সিং ইতিহাস সৃষ্টি করেছেন
