December 10, 2025 12:22 PM

printer

বিশ্বে এই প্রথম কিশোরদের সামাজিক মাধ্যমে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া।

বিশ্বে এই প্রথম কিশোরদের সামাজিক মাধ্যমে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করল অস্ট্রেলিয়া। অনূর্দ্ধ-১৬ বছরের কিশোর – কিশোরীদের ইস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস্, এক্স, স্নাপচ্যাট, কিক, টুইজ, টিকটক, রেডিট ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতে নতুন আইন বলবৎ হওয়ার ফলে অস্ট্রেলিয়ার কয়েক লক্ষ্য শিশু-কিশোররা প্রবেশ করতে পারবে না। নতুন এই আইন ভঙ্গ করলে শিশু-কিশোর ও অভিভাবকদের কোনরকম শাস্তির মুখে পড়তে হবে না। কিন্তু কোম্পানীগুলিকে ৩২ মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হল, অল্প বয়সীদের ক্ষতিকারক বিষয়গুলির থেকে দূরে রাখার চেষ্টা করা। তবে, সমালোচকরা বলছেন, এই আইন বলে ইন্টারনেটের অনিয়ন্ত্রিত জায়গুলিতে শিশু-কিশোররা আরও আকর্ষিত হবে। বড় বড় প্রযুক্তিগত সংস্হাগুলি এই আইনের বিরোধিতা করেছে। কারণ তা স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকারকে ক্ষুণ্ণ করে। তবে, অভিভাবকরা একে সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সোস্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বয়সবিধি আরোপ করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।