বিশ্বের সবথেকে প্রাচীন হকি প্রতিযোগিতা বেটন কাপ আগামিকাল কলকাতায় শুরু হচ্ছে। বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামে ১ শো ২৬ তম বেটন কাপ প্রতিযোগিতা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।
বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম থেকে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও হকি বেঙ্গলের সভাপতি সুজিত বিশ্বাস এবং যুব ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস যৌথ ভাবে এ বিষয়ে এক সাংবাদিক বৈঠক করেন।
উল্লেখ্য, ভারতে হকির আজ ১০০ বছর পূর্ণ হল। ১৯২৫ সালের ৭ ই নভেম্বর ভারতে হকির যাত্রা শুরু। প্রথম জাতীয় ক্রীড়া সংস্থা হিসেবে গঠিত হয় ভারতীয় হকি সংগঠন।