December 10, 2025 6:58 PM

printer

বিশ্বের বৃহত্তম নতুন গণমাধ্যম অনুষ্ঠান ‘ব্রিজ সামিট ২০২৫’ আজ আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে সম্পন্ন হয়েছে।

বিশ্বের বৃহত্তম নতুন গণমাধ্যম অনুষ্ঠান ব্রিজ সামিট ২০২৫’ আজ আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে সম্পন্ন হয়েছে। এই সম্মেলনে ১৩২টি দেশ থেকে ৬০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী যোগ দেন। ৪০০-রও বেশি আন্তর্জাতিক বক্তা এবং ৩০০ প্রদর্শক এই অনুষ্ঠানে অংশ নেন।  ৩০০-টিরও বেশি অধিবেশনে মিডিয়াক্রিয়েটর ইকোনমিসংগীতগেমিংপ্রযুক্তিবিপণন এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিং নিয়ে আলোচনা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।