বিশ্বের বৃহত্তম নতুন গণমাধ্যম অনুষ্ঠান ‘ব্রিজ সামিট ২০২৫’ আজ আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে সম্পন্ন হয়েছে। এই সম্মেলনে ১৩২টি দেশ থেকে ৬০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী যোগ দেন। ৪০০-রও বেশি আন্তর্জাতিক বক্তা এবং ৩০০ প্রদর্শক এই অনুষ্ঠানে অংশ নেন। ৩০০-টিরও বেশি অধিবেশনে মিডিয়া, ক্রিয়েটর ইকোনমি, সংগীত, গেমিং, প্রযুক্তি, বিপণন এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিং নিয়ে আলোচনা হয়েছে।
Site Admin | December 10, 2025 6:58 PM
বিশ্বের বৃহত্তম নতুন গণমাধ্যম অনুষ্ঠান ‘ব্রিজ সামিট ২০২৫’ আজ আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে সম্পন্ন হয়েছে।