August 10, 2025 12:32 PM

printer

বিশ্বের পঞ্চম স্থানাধিকারী ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি গতকাল কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স টুর্নামেন্টে আমেরিকার রে রবসনকে হারিয়ে দ্বিতীয় স্থান বজায় রেখেছেন। 

বিশ্বের পঞ্চম স্থানাধিকারী ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি গতকাল কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স টুর্নামেন্টে আমেরিকা রে রবসনকে হারিয়ে দ্বিতীয় স্থান বজায় রেখেছেন।  এরিগাইসির পয়েন্ট ২ দশমিক ৫। তিন পয়েন্ট নিয়ে জার্মানির ভিনসেন্ট কেমার রয়েছেন প্রথম স্থানে। রাউন্ড-রবিন এই প্রতিযোগিতায় আরও ছয় রাউন্ড বাকি রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।