বিশ্বের পঞ্চম বৃহত্তম শৃঙ্গ মাউন্ট মাকালু জয়ের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপিকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, পর্বতশৃঙ্গে আইটিবিপি জওয়ানরা তিরঙ্গা পতাকা উড়িয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন।
একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানে অনুপ্রাণিত হয়ে জওয়ানরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেই পর্বতপথে ১৫০ কেজি বর্জ্য সাফাই করেছেন। শ্রী শাহ জওয়ানদের এই সাহস ও উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন।