মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 26, 2025 10:05 AM

printer

বিশ্বব্যাপী আজ আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে।

বিশ্বব্যাপী আজ আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হচ্ছে। মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিশ্বজুড়ে  এই দিনটি পালিত হয়। ভারতে এর অংশ হিসেবেনতুন দিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বি.এল. ভার্মা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরোকে নেশা মুক্ত ভারত পক্ষ পালনের জন্য প্রশংসা করেছেন। ১২ জুন থেকে আজ পর্যন্ত এই পক্ষ পালন করা হচ্ছে। নেশা মুক্ত ভারত অভিযানের আওতায় ২০২৫-এর জুন মাস পর্যন্ত ১৫ কোটি ৭৮ লক্ষ মানুষকে নেশার ক্ষতিকারক দিকগুলি নিয়ে সচেতন করে তোলা হয়েছে। সারা দেশের ৪ লক্ষ ৩১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এবিষয়ে সচেতনতা প্রচারের জন্য বিভিন্ন উদ্যোগে অংশ নিয়েছে।