মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 8, 2024 9:39 AM

printer

বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা CUET UG 2024-এর আনসার কি প্রকাশ করেছে NTA।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি- NTA, কলেজ বিশ্ব বিদ্যালয়গুলিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা CUET UG 2024-এর আনসার কি প্রকাশ করেছে। প্রার্থীরা আগামীকাল পর্যন্ত সেই আনসার কি সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। খুব শীঘ্রই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে।
এই প্রথম CUET UG পরীক্ষা হাইব্রিড মোডে নেওয়া হয়েছিল। ১৫ টি বিষয়ের পরীক্ষা ছিল খাতা-কলমে। অন্যদিকে ৪৮ টি বিষয়ে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়।
১৩ লক্ষ ৪০ হাজার প্রার্থী, ২৬১ টি কেন্দ্রীয়, রাজ্য সরকারি, ডিম্‌ড এবং বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন জানিয়েছিলেন।