বিশ্বজুড়ে মানুষ আতশবাজির আলো ও বিপুল উদযাপনের মধ্য দিয়ে ইংরাজি নতুন বছর ২০২৬ কে স্বাগত জানিয়েছে। প্রশান্ত মহাসাগরের কিরিবাতি বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ কে স্বাগত জানাই। নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিপুল জনসমাগমের মধ্যে ৭৮৭ ফুট উচ্চতার স্কাই টাওয়ারের বিভিন্ন তলা থেকে ৩৫০০ আতশবাজি আকাশে ছোড়া হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামোয়াটূঙ্গা এবং টোকেলেও সহ অন্যান্য দেশগুলিও নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবে মেতে ওঠে। অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতিম সিডনি হারবার ব্রিজের বিশ্বখ্যাত নয়নাভিরাম আতশবাজির আলো প্রত্যক্ষ করতে প্রচুর মানুষ ও পর্যটক সমবেত হন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ,জাপান, হংকং, চীন, সংযুক্ত আরব আমিরশাহী সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ এবং আফ্রিকার দেশসমূহ, রাশিয়া, তুরস্ক সমেত পৃথিবীর সমস্ত দেশ বিপুল উৎসাহ ও উদযাপনের মধ্য দিয়ে ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে। গোটা বিশ্বের সাথে সাথে ভারতেও সারাদেশের মানুষ উদ্দীপনা, প্রার্থনা ও জনসমাগমের মধ্য দিয়ে ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে। উৎসবের পরিবেশকে শান্তিপূর্ণ রাখতে দেশজুড়ে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি সজাগ ছিল। রাজধানী দিল্লীতে কনাট প্লেস এবং ইন্ডিয়া গেটের মতো জায়গাগুলিতে ঘন কুয়াশা সত্ত্বেও প্রচুর মানুষ ভিড় করেন। ২০২০ সালের পর দিল্লীতে এটিই ছিল শীতলতম বছরের শেষ দিন। গোয়ার আকাশ সেজে ওঠে আতসবাজির আলোয়। গোয়ার স্থানীয় মানুষ এবং পর্যটকেরা জনপ্রিয় উৎসবস্থল এবং সমুদ্র তীরবর্তী পর্যটক আবাসগুলিতে উৎসবে মেতে ওঠেন। মুম্বাইয়ে উৎসবপ্রিয় মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে ছত্রপতি শিবাজি টারমিনাসের মতো স্থানগুলিতে সমবেত হন। হিমাচল প্রদেশের ধর্মশালার সঙ্গে সঙ্গে বরফঢাকা সোনমার্গ, জম্মু-কাশ্মিরেও পর্যটকেরা নতুন বছরকে স্বাগত জানান। মধ্যপ্রদেশের গোয়ালিয়রেও মানুষ আতসবাজি ও গানের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানায়। তেলেঙ্গানার হায়দ্রাবাদ, কর্ণাটকের বেঙ্গালুরুতেও মানুষ একইভাবে নতুন বছরকে স্বাগত জানাতে উতসাবে মেতে ওঠেন। অমৃতসরে শ্রী হরমন্দির সাহিবে পুন্যার্থী মানুষ ভিড় করেন।
Site Admin | January 1, 2026 12:09 PM
বিশ্বজুড়ে মানুষ আতশবাজির আলো ও বিপুল উদযাপনের মধ্য দিয়ে ইংরাজি নতুন বছর ২০২৬ কে স্বাগত জানিয়েছে।