বিশ্বজুড়ে গুজরাটি সম্প্রদায় আজ তাদের নববর্ষ উদযাপন করছে। ‘বেস্তু বর্ষ’ নামে পরিচিত গুজরাট নববর্ষ হিন্দু ক্যালেন্ডার বিক্রম সংবত এর কার্তিক মাসের প্রথম দিনে উদযাপিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন বছরের শান্তি ও সমৃদ্ধি কামনায় সকাল থেকেই রাজ্যের মন্দিরগুলিতে প্রচুর মানুষের সমাগম। পাশাপাশি নিকট আত্মীয়দের বাড়িতে গিয়ে ‘নূতন বর্ষাভিনন্দন’ – অর্থাৎ শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিনিময় চলছে। আগামী বছরের আর্থিক সাফল্যের জন্য দেবী লক্ষ্মীর আশীর্বাদ কামনা করে ব্যবসায়ী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি তাদের নতুন হিসাব-নিকাশের আনুষ্ঠানিক পূজাও করছেন আজ নববর্ষের সকালে।
 
									 
		 
									 
									 
									