December 25, 2025 9:17 AM

printer

বিশ্বজুড়ে আজ বড়দিন উদযাপিত হচ্ছে। সারা বিশ্বের খ্রিস্টানরা যিশু খ্রিস্টের জন্মবার্ষিকী উপলক্ষে বড়দিন পালন করেন।

বিশ্বজুড়ে আজ বড়দিন উদযাপিত হচ্ছে। সারা বিশ্বের খ্রিস্টানরা যিশু খ্রিস্টের জন্মবার্ষিকী উপলক্ষে বড়দিন পালন করেন। এই উপলক্ষে মানুষ ক্রিসমাস ট্রি, কাগজের তারা, হলি ফুলের মালা দিয়ে নিজেদের বাড়ি সাজানোর পাশাপাশি উপহার আদান-প্রদান করেন। সমস্ত সম্প্রদায়ের গির্জাগুলোতে বড়দিন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ উপাসনা ও অনুষ্ঠানের।

চলতি বছর মে মাসে নির্বাচিত হওয়ার পর পোপ চতুর্দশ লিও এই প্রথম বড়দিনের উৎসবে সভাপতিত্ব করছেন। তিনি আজ বড়দিনের বিশেষ প্রার্থনা সভায় অংশ নেবেন।

এদিকে, বড়দিনের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ক্রিসমাস আনন্দ ও উদ্দীপনার উৎসব। এই উৎসবের মাধ্যমে সমাজে ভালোবাসা এবং সহানুভূতির বার্তা তুলে ধরা হয়। মানবিকতার স্বার্থে প্রভু যিশু খ্রিষ্ট আত্ম বলিদান করেন। শ্রীমতী মুর্মু তাঁর বার্তায় উল্লেখ করেন এই উপলক্ষ মানুষকে শান্তি,সম্প্রীতি,সমতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা শক্তিশালী করে।

অন্যদিকে, বড়দিনের উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রনে মেট্রো রেল আজ নর্থ সাউথ করিডরের পার্ক স্ট্রিট ও ময়দান মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থানের গেট চিহ্নিত করে দিয়েছে। যাত্রীরা কেবলমাত্র দুই ও তিন নম্বর গেট দিয়ে পার্ক স্ট্রিট স্টেশনে প্রবেশ এবং ১, ৬ ও ৫ নম্বর গেট দিয়ে বেরিয়ে আসতে পারবেন বলে জানানো হয়েছে। পার্ক স্ট্রিট স্টেশনের ৪ নম্বর গেট যাত্রীদের জন্যে বন্ধ থাকবে। ময়দান স্টেশনে ২ ও তিন নম্বর গেট দিয়ে প্রবেশ এবং এক নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে আসা যাবে বলে মেট্রো রেল জানিয়েছে।