বিশ্বখ্যাত আমেরিকান কুস্তিগীর টেরি বোলেয়ার জীবনাবসান হয়েছে। পেশাদার কুস্তির জগতে হাল্ক হোগান ছদ্মনামেই তিনি পরিচিত ছিলেন। পেশাদার কুস্তিকে পারিবারিক বিনোদনের ক্ষেত্রে পরিণত করার প্রধান কারিগর ছিলেন তিনি। কুস্তির পাশাপাশি ৮০ ও ৯০ এর দশকে একাধিক হলিউড সিনেমায় অভিনয় করেছেন। পরিচালনা করেছেন বহু টেলিভিশন শো।
গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে রেসলিং মহাতারকার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭১ বছর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাল্ক হোগান-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।