November 10, 2025 10:17 PM

printer

বিশ্বকাপজয়ী দলের সদস্য রিচা ঘোষের কৃতিত্বকে স্বীকৃতি জানাতে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বিশ্বকাপজয়ী দলের সদস্য রিচা ঘোষের কৃতিত্বকে স্বীকৃতি জানাতে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে এক সাংবাদিক বৈঠকে আজ  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করে জানিয়েছেন,  রিচার নামে শিলিগুড়ির চাঁদমণিতে স্টেডিয়াম তৈরি করা হবে। মাত্র ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়ার জন্য রিচাকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,  চাঁদমণি বাগানে রাজ্য সরকারের প্রায় ২৭ একর জমি আছে। সেখানেই এই ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলা হবে।