মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 18, 2025 8:29 AM

printer

বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন আজ ও আগামীকাল চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করছে।

বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন আজ ও আগামীকাল চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করছে। এই দুদিন শিয়ালদহ – BBD বাগ ও BBD বাগ – বারুইপুর লোকাল বাতিল থাকছে। তিন জোড়া ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হবে। নৈহাটি- বালিগঞ্জ ভায়া প্রিন্সেপ ঘাট,  বারাসাত – মাঝেরহাট ও  দত্তপুকুর – মাঝেরহাট লোকালের যাত্রা কলকাতা স্টেশনে শেষ হবে এবং মাঝেরহাট-হাবড়া,  বালিগঞ্জ – ব্যারাকপুর, মাঝেরহাট – বারাসাত লোকাল কলকাতা স্টেশন থেকে ছাড়বে। এছাড়া  কিছু ট্রেনকে ঘুর পথে চালানো হবে। নৈহাটি – মাঝেরহাট লোকাল শিয়ালদহ নর্থ-এ যাত্রা শেষ এবং  মাঝেরহাট – নৈহাটি লোকাল শিয়ালদহ নর্থ থেকে যাত্রা শুরু করবে। ব্যারাকপুর – মাঝেরহাট লোকাল ঘুর পথে চলবে এবং  বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে।  মাঝেরহাট – দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে এবং বালিগঞ্জ – কাঁকুড়গাছি রোড হয়ে চলবে।  হাবড়া – মাঝেরহাট  লোকাল ঘুরপথে কাঁকুড়গাছি রোড জংশন – বালিগঞ্জ হয়ে মাঝেরহাট  পৌঁছবে। অন্যদিকে, মাঝেরহাট – দত্তপুকুর লোকাল মাঝেরহাট  থেকে ও  মাঝেরহাট – রানাঘাট লোকাল বালিগঞ্জ থেকে ছেড়ে ঘুর পথে গন্তব্যে যাবে।  লক্ষ্মীকান্তপুর – মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে এবং মাঝেরহাট – ঘুঁটিয়ারী শরীফ লোকাল বালিগঞ্জ ষ্টেশন থেকে যাত্রা শুরু করবে বলে রেল সূত্রের খবর।