বিশেষভাবে সক্ষমদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য মোকাবিলায় সুপ্রিম কোর্ট, কঠোর আইন প্রণয়নের কথা বিবেচনা করতে কেন্দ্র সরকারকে বলেছে। বিশেষভাবে সক্ষম ও বিরল জেনেটিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে, দেশের সর্বোচ্চ আদালত আজ কেন্দ্রকে বলেছে, এমন একটি আইন প্রণয়নের কথা চিন্তাভাবনা করতে হবে, যা এইধরনের অবমাননাকর মন্তব্যকে তফসিলি জাতি ও উপজাতি (SC-ST) আইনের মতো একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করবে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী জানান, অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল, আপত্তিকর বা অবৈধ বিষয়বস্তু নিয়ন্ত্রণের জন্য একটি নিরপেক্ষ, স্বাধীন ও স্বশাসিত সংস্থার প্রয়োজন রয়েছে।
এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ও উপহাস বন্ধ করতে কঠোর নির্দেশিকা প্রণয়ন বা একটি কার্যকর ব্যবস্থা গঠনের লক্ষ্যে কাজ চলছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, কারোর মর্যাদার বিনিময়ে রসিকতা বা উপহাস করা কাঙ্খিত নয়।
উল্লেখ্য, ইন্ডিয়া’স গট ট্যালেন্টের সঞ্চালক সময় রানা সহ একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মজার চলে করা অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করে SMA cure Foundation। ভবিষ্যতে এ ধরণের আচরণ থেকে বিরত থাকার জন্য আদালত তাদের সতর্ক করে দিয়েছে।