আজ শিক্ষক দিবস। বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক, রাজনীতিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হবে। সমাজ গঠনে শিক্ষকদের অবদান ও ভূমিকার কথা তুলে ধরা হয় দিনটিতে। বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিতে রাজ্যের মোট ৭৩ জন শিক্ষক-শিক্ষিকাকে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হয়েছে। শিক্ষক দিবসের প্রাক্কালে আলিপুরের ধনধান্য অডিটোরিায়মে এক অনুষ্ঠানে গতকাল এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার প্রাপকদের মধ্যে ৩৯ জন স্কুল শিক্ষক, ২১ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ১৩ জন বৃত্তিমূলক এবং আইআইটি-র শিক্ষক। অনুষ্ঠান মঞ্চ থেকে মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক সহ চলতি বছরের বিভিন্ন বোর্ড ও কাউন্সিলের পরীক্ষার ১৯ জন কৃতী ছাত্র-ছাত্রী এবং ১২-টি স্কুলকে সেরা বিদ্যালয় পুরস্কারও দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকার, বিভিন্ন প্রকল্প নিয়ে আসায় স্কুল ছুটের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, শিক্ষকরা শুধুমাত্র পড়ান না, তারা ভবিষ্যত প্রজন্মের পথ প্রদর্শক। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহানুভূতি, আস্হা এবং নমনীয়তা গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের অবদান অনস্বীকার্য।