মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 2, 2025 2:13 PM

printer

বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পন্ডিত ছন্নুলাল মিশ্রা প্রয়াত

বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পন্ডিত ছন্নুলাল মিশ্রা প্রয়াত। বয়স হয়েছিল ৮৯ বছর। উত্তরপ্রদেশের মির্জাপুরে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় তিনি ভুগছিলেন। বারাণসীতে আজ বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

 বেনারস ঘরানার এই শাস্ত্রীয় সংগীত শিল্পী ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে বিশেষ অবদান রেখেছেন।  পেয়েছেন পদ্ম-বিভূষণ, পদ্মভূষণ সহ একাধিক সম্মান।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষনান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি লিখেছেন, ভারতীয় সঙ্গীত জগতে এ এক অপূরণীয় ক্ষতি।

উপরাষ্ট্রপতি তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এই কিংবদন্তী শিল্পী ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, শাস্ত্রীয় সংগীত সম্পর্কে তাঁর জ্ঞান এবং পান্ডিত্য ছিল অসীম।