বিশাখাপত্তনমে গতকাল মহিলাদের প্রথম টি -২০ ক্রিকেট ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে ভারত পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে। টসে জিতে গতকাল ভারত শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায়। শ্রীলঙ্কা ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান তোলে। ভীষ্মি গুনারত্নে ৩৯ রান করেন। ১২২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত ২ উইকেট হারিয়ে ১৪ ওভার ৪ বলে লক্ষ্যে পৌঁছে যায়। জেমাইমা রড্রিগেজ ৬৯ রানে অপরাজিত থাকেন। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার বিশাখাপত্তনমেই অনুষ্ঠিত হবে।
Site Admin | December 22, 2025 12:54 PM
বিশাখাপত্তনমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে ভারতের মহিলা দল শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে