বিশাখাপত্তনমে আজ দ্বিতীয় অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট /ASW-SWC, অ্যান্ড্রোথ আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভাইস অ্যাডমিরাল রাজেশ পেন্ধারকর। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দেশীয় জাহাজ নির্মাণের পাশাপাশি সমুদ্রে ভারতের প্রতিরক্ষা জোরদার করার জন্য নৌবাহিনীর প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষ করে উপকূলীয় জলসীমায় নানা চালেঞ্জ মোকাবেলায় এই যুদ্ধ জাহাজ বড় ভূমিকা নেবে। অ্যান্ড্রোথ, কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে ৮০ শতাংশেরও বেশি দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে।
Site Admin | October 6, 2025 11:44 AM
বিশাখাপত্তনমে আজ দ্বিতীয় অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট /ASW-SWC, অ্যান্ড্রোথ আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হচ্ছে।