বিশাখাপত্তনমের আজ নৌ ডকইয়ার্ডে ভারতীয় নৌবাহিনী দেশের প্রথম ডুবো জাহাজ বিধ্বংসী রণতরী INS আর্ণালাকে অন্তর্ভুক্ত করতে চলেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল অনিল চৌহান।
Site Admin | June 18, 2025 10:44 AM
বিশাখাপত্তনমের আজ নৌ ডকইয়ার্ডে ভারতীয় নৌবাহিনী দেশের প্রথম ডুবো জাহাজ বিধ্বংসী রণতরী INS আর্ণালাকে অন্তর্ভুক্ত করতে চলেছে।
