December 3, 2025 12:15 PM

printer

বিরোধী পক্ষের সঙ্গে মতবিনিময়ের পর সরকার জাতীয় স্তোত্র বন্দেমাতরম ও নির্বাচনী সংষ্কার নিয়ে সংসদে আলোচনায় রাজি হয়েছে

বিরোধী পক্ষের সঙ্গে মতবিনিময়ের পর সরকার জাতীয় স্তোত্র বন্দেমাতরম ও নির্বাচনী সংষ্কার নিয়ে সংসদে আলোচনায় রাজি হয়েছে। গত ২দিন ধরে বিশৃঙ্খলা ও বারংবার অধিবেশন ব্যাহত হওয়ার পর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা লোকসভার নেতৃবৃন্দকে নিয়ে বিজনেজ অ্যাডভাইজরি বৈঠকে বসেন। বৈঠকের পর ঠিক হয়, সংসদের নিম্নকক্ষে আগামী ৯ ও ১০ ডিসেম্বর নির্বাচনী সংস্কার নিয়ে ১০ ঘণ্টা আলোচনা হবে। এই বৈঠকে আরও স্থির হয় ৮ ডিসেম্বর বেলা ১২টা থেকে বন্দেমাতরমের ১৫০তম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ আলোচনার সূচনা করবেন। পরে সংসদবিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সাংবাদিকদের বলেন সংসদীয় গণতন্ত্রে নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলে এই আলোচনায় সম্মত হয়েছেন।