October 31, 2025 10:15 PM

printer

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাঁর ও   ভারতীয় জনতা পার্টির বিভিন্ন  নেতা-মন্ত্রীর  উপর একাধিক  জায়গায় হামলা বা আক্রমণের ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছেন। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাঁর ও   ভারতীয় জনতা পার্টির বিভিন্ন  নেতা-মন্ত্রীর  উপর একাধিক  জায়গায় হামলা বা আক্রমণের ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছেন। মামলায়  বিরোধী দলনেতা  আর্জি জানিয়েছেন,  ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রীরা যেখানে যাবেন তার ২০০ মিটারের মধ্যে সাধারণ জনগণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করুক পুলিশ।

কলকাতা হাইকোর্ট, এ ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে।  পাশাপাশি বিরোধী দলনেতা সহ বিজেপি নেতা-মন্ত্রীরা যেহেতু কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে থাকেন সেই জন্য এ বিষয়ে কেন্দ্রের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছেন  হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ।আগামী ১০ দিনের মধ্যে সব পক্ষকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত। ১২ নভেম্বর এই বিষয়ে আবেদনের  বিস্তারিত শুনানি  করবে হাইকোর্ট।