বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা মোট ২০ টি এফয়াইয়ার মধ্যে ১৫ টি এফয়াইয়ার খারিজ করেদিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে সামগ্রিক সুরক্ষাকবচও প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে জানিয়েছেন মানিকতলা থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে ২০২১ সালে দায়ের হওয়া মামলাতে সিবিআই ও রাজ্যপুলিশের যৌথ নেতৃত্বে তদন্ত হবে। তদন্তের নেতৃত্বে থাকবেন এসপি র্যাঙ্কের দুজন আধিকারিক এবং রাজ্য পুলিশের ও সিবিআইয়ের সর্বোচ্চ মোট পাঁচজন করে তদন্তকারী আধিকারিক থাকতে পারবেন। বাকি চারটি মামলায় কলকাতা হাইকোর্টে যথাযথ আবেদন না করায় সেগুলোর বিষয়ে নতুন করে আবেদন করতে নির্দেশ বিচারপতির।
Site Admin | October 24, 2025 1:13 PM
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা মোট ২০টি এফয়াইয়ার মধ্যে ১৫টি এফয়াইয়ার খারিজ করেদিল কলকাতা হাইকোর্ট