রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এরাজ্যে এসআইআর অতি অবশ্যই হবে এবং তাতে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের চিহ্নিত করা হবে। ২০২৬-এর নির্বাচনে জিতে এসে নতুন বিজেপি সরকার তাদের বিরুদ্ধে যথাযথ আইন সম্মত ব্যবস্হা নেবে। আজ কৃষ্ণনগরে রাজবাড়ি এলাকা থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত একটি মিছিলে যোগ দেন তিনি।
পরে তিনি একটি প্রতিবাদ সভায় বলেন, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, কারণ তিনি জানেন, এসআইআর হলে এরাজ্যে তৃণমূল কংগ্রেসের হার অবশ্যম্ভাবি।