বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি কোচবিহারের খাগড়াবাড়িতে গতকাল তাঁর কনভয়ে হামলার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন। রাজ্য পুলিশ প্রশাসনের নির্ধারিত রুটে গিয়েও কিভাবে এই হামলা চালানো হল, সেই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কোচবিহার থেকে গতসন্ধ্যায় শিলিগুড়ি ফেরার পথে শুভেন্দু বলেন, এ ব্যাপারে তিনি রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেবেন। বাংলাদেশ সীমান্তবর্তী খাগড়াবাড়ি এলাকায় এই হামলার ঘটনায় বাংলাদেশী ও রোহিঙ্গারা জড়িত ছিল বলেও দাবি করেন শুভেন্দু। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
রাজ্যকে রোহিঙ্গা ও বাংলাদেশী মুক্ত গড়ে তোলার দাবিতে বিজেপির উদ্যোগে জন্মাষ্টমীর দিন থেকে বিশেষ কর্মসূচী হাতে নেওয়া হবে বলেও শুভেন্দু জানান। খাগড়াবাড়ি থেকে শুরু হবে এই আন্দোলন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদ সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, দলীয় নেতৃত্বের নির্দেশ ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না।
বিজেপি-র রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতার ওপর ঐ আক্রমণের নিন্দা করে বলেছেন, আদালতের নির্দেশের মান্যতা যে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের কাছে নেই, তা আবারও প্রমাণিত হল। কার্যত পুলিশের সামনেই রোহিঙ্গা ও বাংলাদেশী জামাতিরা বিরোধী দলনেতার গাড়িতে আক্রমণ চালায় বলেও তিনি দাবি জানান।
এদিকে, বিরোধী দলনেতার গাড়ি লক্ষ্য করে হামলার প্রতিবাদে গতকাল বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচীতে সামিল হন, বিজেপি নেতা কর্মীরা।