বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী চৌঠা আগষ্ট দলীয় বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন। রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে ও কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি যুব মোর্চা আজ শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ড পর্যন্ত উত্তরকন্যা অভিযান মিছিল করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিলে নেতৃত্ব দেন। মিছিল শেষে এক জনসভায় তিনি বলেন, আগামী চার তারিখ ৬৫ জন বিধায়ককে নিয়ে তিনি উত্তরকন্যায় যাবেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন বলে মুখ্যমন্ত্রী যে চ্যালেঞ্জ করেছেন তার জবাবে বিরোধী দলনেতা বলেন, ২০২৬ সালে মমতা ব্যানার্জী প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত হবেন। তিনি বলেন, এ রাজ্যেও অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
শ্রী অধিকারী আরও জানান, সবাইকে কাজ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন অথচ ৬০ লক্ষ শ্রমিক রাজ্যের বাইরে গিয়ে কাজ করছেন। বেকারের সংখ্যা ২কোটি ১৫ লক্ষের বেশী এবং রাজ্যে শিল্প কারখানা একের পর এক বন্ধ কেন হয়ে যাচ্ছে তা নিয়ে বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন। পাশাপাশি উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে শ্রী অধিকারী বলেন, প্রধানমন্ত্রী এখানে এইমস হাসপাতাল গড়ে তুলতে চাইলেও রাজ্য সরকার জমি দেয়নি। পাহাড়ের মানুষ ও চা বাগানে শ্রমিকদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে বলেও তাঁর অভিযোগ।