মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 25, 2025 9:49 PM

printer

বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে সংসদের উভয়সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে

বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে সংসদের উভয়সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে।

 লোকসভার অধিবেশন প্রথমবার বেলা ২-টোয় মুলতুবি হয়ে যাওয়ার পর আবার শুরু হলে, বিরোধী দলের সাংসদরা বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। সে সময় বিজেপি সাংসদ জগদম্বিকা পাল সভার কাজ পরিচালনা করছিলেন। তিনি বারবার বিরোধীদের নিজেদের আসনে ফিরে যাওয়ার আবেদন করেন এবং সভার কাজ সুষ্ঠুভাবে চালানোর আর্জি জানান। ইতমধ্যেই কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বলেন, গোয়ার বিধানসভা কেন্দ্রগুলি তপশিলি জাতি সংক্রান্ত বিল ২০২৪ বিষয়ে তাকে বক্তব্য রাখার অনুমতি দেওয়া হোক। কারণ এটি তপশিলি জাতিভূক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল। কিন্তু বিরোধী সাংসদরা তাতে কর্ণপাত করেননি। টানা শ্লোগান চলতে থাকায় সভার কাজ দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। এর আগে বেলা ১১-টায় লোকসভার অধিবেশন শুরু হলে ২৬-তম কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপরে প্রশ্নোত্তরপর্ব শুরু হলে বিরোধী দলের সাংসদরা বিহারে বিশেষ নীবিড় সমীক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ তাদের সভার মর্যাদা অক্ষুণ্ণ রেখে শান্ত হওয়ার আবেদন জানান। কিন্তু হৈ-হট্টগোল চলতে থাকায় ২-টো পর্যন্ত মুলতুবি করে দিতে হয়।

     অন্যদিকে, রাজ্যসভাতেও একই পরিস্হিতি চলতে থাকায় সভার কাজ প্রথমে বেলা ১২-টা পর্যন্ত এবং পরে দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়।