December 7, 2025 5:27 PM

printer

বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ার জেরে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল হাওড়া – নিউ দিল্লি এবং শিয়ালদা – লোকমান্য তিলক স্টেশনের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে

বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ার জেরে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল হাওড়া – নিউ দিল্লি এবং শিয়ালদা – লোকমান্য তিলক স্টেশনের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ৮ই ডিসেম্বর হাওড়া – নিউ দিল্লি স্পেশাল রাত ১১ টায় হাওড়া থেকে এবং আগামী ১০ ডিসেম্বর সকাল সাড়ে সাতটায় নিউ দিল্লি – হাওড়া স্পেশাল নিউ দিল্লি স্টেশন থেকে ছাড়বে। শিয়ালদা – লোকমান্য তিলক স্পেশাল শিয়ালদা থেকে আগামীকাল রাত ১১ টা ১০ মিনিটে ছাড়বে এবং ফিরতি ট্রেন ১১ ডিসেম্বর সকাল সাড়ে ছটায় লোকমান্য তিলক স্টেশন থেকে ছাড়বে।যাত্রী সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্ত রেল ১৮ টি বিভিন্ন ট্রেনে মোট ২০ টি কোচ যোগ করেছে বলে জানা গেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।