বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পকে চালাতে রাজ্য সরকার বালি, পাথর খাদান সহ বিভিন্ন দপ্তর থেকে রাজস্ব আয় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের তরফে গত মাসের মধ্যে রাজ্যের সব বালি ও পাথর খাদানগুলিতে লিজ দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও এখনও ৩৫ শতাংশ খাদানে লিজ দেওয়ার কাজ শেষ করা যায়নি বলে নবান্নে অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি চলতি অর্থ বছরে রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পরিবহন দপ্তর থেকে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নিয়েছে এখনও পর্যন্ত তার ৪০ শতাংশ পূর্ণ না হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আধিকারিকদের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করতে আগামী নভেম্বর মাসে তিনি আবার বৈঠকে বসবেন বলে সূত্রের খবর।
Site Admin | September 24, 2025 4:48 PM
বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পকে চালাতে রাজ্য সরকার বালি, পাথর খাদান সহ বিভিন্ন দপ্তর থেকে রাজস্ব আয় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে