বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের বিক্ষোভ এবং স্লোগানের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ মুলতুবি হয়ে যায়। সকাল ১১ টায় লোকসভার অধিবেশন বসার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নকাল শুরু করতে চান। কিন্তু বিরোধী সদস্যরা এপারেশন সিন্দুর এবং বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন বিষয়ে আলোচনার দাবি করে স্লোগান দিতে থাকেন। অধ্যক্ষ বিরোধীদের কাছে প্রশ্নকালের কাজ চলতে দেওয়ার আবেদন জানান। কৃষিমন্ত্রী শিবরাজ চৌহানও কৃষকদের সমস্যা বিষয়ে প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করতে দেওয়ার জন্য সহযোগিতা চান। কিন্তু তারা হইহট্টগোল চালাতে থাকলে অধ্যক্ষ দুপুর ১২ টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন। পরে অধিবেশন শুরু হলে পরিস্থিতি অপরিবর্তিত থাকে। এরপরই অধ্যক্ষ দিনের জন্য অধিবেশন মুলতুবি ঘোষণা করেন।
এদিকে, বিরোধী সদস্যদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশনও সারা দিনের জন্য মুলতুবি হয়ে যায়। বিহারে ভোটার তালিকা সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের মুলতুবি প্রস্তাব খারিজ হয়ে গেলে তাঁরা হই হট্টগোল শুরু করেন। এরপরই ডেপুটি চেয়ারম্যান হরবংশ সভার অধিবেশন প্রথমে ১২ টা পর্যন্ত এবং পরে সারা দিনের জন্য মুলতুবি ঘোষণা করে দেন।