সকাল ১১ টায় রাজ্যসভার অধিবেশন বসলে, প্রয়াত সাংসদ লা গণেশনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, লা গণেশণ ২০১৬-র অক্টোবর থেকে ২০১৮-র এপ্রিল পর্যন্ত মধ্যপ্রদেশের প্রতিনিধি হিসেবে সংসদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি মণিপুরের রাজ্যপাল হিসেবেও কাজ করেছেন। তিনি ছিলেন একাধারে লেখক, সম্পাদক এবং তামিলনাড়ুতে সংকটজনক পরিস্থিতির সময় তিনি সাম্প্রদায়িক ঐক্য রক্ষায় সক্রিয়ভাবে কাজ করেছেন। প্রয়াত গণেশনের প্রতি শ্রদ্ধা জানাতে সংসদে নীরবতা পালন করা হয়। এরপর ডেপুটি চেয়ারম্যান বলেন, তিনি বিহারে ভোটারতালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচী সহ একাধিক ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ১৯টি মুলতুবি প্রস্তাব পেয়েছেন। বিষয়টি বিচারাধীন থাকার দরুণ তিনি নিয়ম উল্লেখ করে সব প্রস্তাব খারিজ করেন। এর পর বিরোধী সদস্যরা স্লোগান দিতে শুরু করলে হরিবংশ তাদের শান্ত হতে এবং জিরো আওয়ার চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। হট্টগোল চলতে থাকায়, দুপুর ২ টো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
Site Admin | August 18, 2025 12:52 PM
বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হই-হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি
 
		 
									 
									 
									 
									