বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হই হট্টগোলের জেরে আজও লোকসভার অধিবেশন এবং রাজ্যসভা দুপুর ২ টো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। সকাল ১১ টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা ১৯৪৫ সালে হিরোশিমা এবং নাগাসাকি পরমাণু বোমায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ১৯৪৫ সালের ৬ এবং ৯ ই আগস্ট জাপানে পরমাণু বোমা বিস্ফোরণে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং অনেকেই আহত হয়েছিলেন। লোকসভার পক্ষ থেকে অধ্যক্ষ গণ বিধ্বংসী অস্ত্রশস্ত্র মুক্ত এক বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে কাজ করার কথাও তিনি বলেন। নিহতদের স্মরণে লোকসভায় এক মিনিট নীরবতাও পালন করা হয়। এরপরই অধ্যক্ষ কোয়শ্চেন আওয়ার শুরু করার চেষ্টা করলে বিরোধী দলের সদস্যরা ভোটার তালিকা সংশোধন ইস্যুতে আলোচনা চেয়ে স্লোগান দিতে শুরু করেন। হই হট্টগোলের জেরে অধ্যক্ষ অধিবেশন বেলা ১২ টা পর্যন্ত মুলতুবি কোরে দেন। রাজ্যসভাতেও সকাল ১১ টায় অধিবেশন শুরু হওয়ার পর প্রাক্তন সাংসদ প্রয়াত সত্যপাল মালিকের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাজ্যসভার চেয়ারম্যান শ্রী হরিবংশ বলেন, সত্যপাল মালিকের মৃত্যুতে দেশ এক প্রবীন রাজনীতিবিদকে হারিয়েছেন। এরপর ডেপুটি চেয়ারম্যান জানান, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ৩৫ টি মুলতুবি নোটিশ পেয়েছেন। কিন্তু এগুলি খারিজ করা হয়েছে। এই ঘোষণার পরই বিরোধী সদস্যরা বিভিন্ন ইস্যু উত্থাপন কোরে প্রতিবাদ জানাতে থাকেন। এর ফলে জিরো আওয়ারের কাজ শুরু করা যায়নি। গন্ডগোলের জেরে রাজ্যসভার অধিবেশনও দুপুর ২ টো পর্যন্ত মুলতুবি কোরে দিতে হয়।