বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে সংসদের উভয়সভার অধিবেশন আজও বিঘ্নিত। রাজ্যসভা দিনের মতো এবং লোকসভা দুপুর ৩-টে পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। সকাল ১১-টায় উচ্চকক্ষের অধিবেশন শুরু হলে, সদস্যরা ভারতছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান । ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন আগামীকাল ৯-ই আগস্ট ঐতিহাসিক ভারতছাড়ো আন্দোলনের ৮৩-তম বর্ষপূর্তি। ১৯৪২ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই আন্দোলন স্বাধীনতার জন্য দেশের অনমনীয় লড়াই-এ এক নতুন অধ্যায় সূচিত করেছিল।
ডেপুটি চেয়ারম্যান বলেন, নানা ইস্যুতে বিরোধীরা ২০-টি মুলতুবি প্রস্তাব জমা দিলেও প্রত্যেকটি খারিজ করে দেওয়া হয়েছে। উত্তেজিত সদস্যদের তিনি নিজেদের আসনে ফিরে যাওয়ার আবেদন জানান। হরিবংশ বলেন, বিরোধীদের বাধাদানে রাজ্যসভায় কাজকর্মের ৫৬ ঘণ্টার বেশি নষ্ট হয়েছে। হৈ-হট্টগোল চলতে থাকায় সভা প্রথমে বেলা ১২-টা এবং পরে দিনের মতো মুলতুবি হয়ে গেছে।
লোকসভাতেও আজ ভারতছাড়ো আন্দোলনে যোগদানকারী সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংসদরা। অধ্যক্ষ ওম বিড়লা জানান, আগামীকাল দেশে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিরোধী সদস্যরা এরই মধ্যে বিহারে এস আই আর নিয়ে আলোচনার দাবিতে শ্লোগান দিতে থাকেন। একটানা বিক্ষোভে অসন্তোষ ব্যক্ত করেন শ্রী বিড়লা। চিৎকার –চেঁচামেচির মধ্যে সভা প্রথমে বেলা ১২-টা এবং পরে দুপুর ৩-শে পর্যন্ত মুলতুবি হয়ে গেছে।