মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 28, 2025 1:09 PM

printer

বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত

বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। লোকসভা দুপুর ১টা এবং রাজ্যসভা দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।  সকাল ১১ টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা, প্রশ্নোত্তর পর্বের সূচনা করেন। ঠিক তখনই বিরোধী সাংসদরা বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচী প্রত্যাহার সহ অন্যান্য ইস্যুতে স্লোগান দিতে শুরু করেন। অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জনব্য বিরোধীদের অনুরোধ করেন। চিত্কার চেঁচামেচির মধ্যে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত স্বচ্ছতা গ্রীন লিফ রেটিং উদ্যোগ সংক্রান্ত এক প্রশ্নের উত্তর দেন। হই হট্টগোল চলতে থাকায় অধ্যক্ষ অধিবেশন প্রথমে দুপুর ১২ টা পরে ১টা পর্যন্ত মুলতুবি করে দন।

এদিকে রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। সকালে সভা বসার পর  এইআইএডিএমকের দুই সাংসদ এম ধনপাল এবং আইএস ইন বাদুরাই শপথ নেন। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জানান, বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তিনি ২৬ টি মুলতুবি প্রস্তাব পেয়েছেন। কিন্তু সেগুলি তিনি গ্রহণ করেন নি। পরে অধিবেশন দুপুর ২ টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়।