বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে বাদল অধিবেশনের প্রথম দিনেই লোকসভার অধিবেশন আজ দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। একই কারণে সভার শুরুতে অধিবেশন মুলতুবি করা হয় বেলা ১২ টা পর্যন্ত। দিনের শুরুতে আজ সভা বসলে ৮ জন প্রয়াত প্রাক্তন সাংসদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত এবং আমাদেবাদে বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতিও শ্রদ্ধা জানান নিম্নকক্ষের সদস্যরা।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্য সদস্যরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফল অভিযানের জন্য গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অভিনন্দন জানান। এরপরই সভায় প্রশ্নোত্তর পর্ব শুরু হলে কংগ্রেস, ডিএমকে এবং অন্য বিরোধী সদস্যরা বিভিন্ন ইস্যুতে স্লোগান দিতে করেন।
রাজ্যসভাতেও একই পরিস্থিতি থাকায় বেলা ১২ টা পর্যন্ত সভার কাজ মুলতুবি করে দেওয়া হয়।