বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে দেশজুড়ে আজ পালিত হচ্ছে সমৃদ্ধির উৎসব ধনতেরাস বা ধন ত্রয়োদশী। কথিত আছে আজকের দিনে সোনা, রূপো বা ধাতুর জিনিস কিনলে তা কুবেরের ভাণ্ডারের মতই অক্ষয় হয়। এই উপলক্ষে সুখ সমৃদ্ধির কামনায় অনেক গৃহস্থের বাড়িতে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী ও ধন সম্পদের দেবতা কুবেরের পুজোর আয়োজন করা হয়েছে। থাকে। ধনতেরাস উপলক্ষে গৃহস্থরা অলংকার সোনা, রুপা ইত্যাদি ক্রয় করে থাকেন।
উল্লেখ্য, এই ধনতেরাস উৎসবের মধ্য দিয়েই সূচনা হয়ে থাকে দীপাবলী উৎসবের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী, সকলের সুখ, সমৃদ্ধি ও সু স্বাস্থ্যের কামনা করেন। ভগবান ধন্বন্তরি, সকলের প্রতি তাঁর আশীর্বাদ বর্ষণ করবেন বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জগত প্রকাশ নাড্ডা প্রমুখ ধনতেরাস এর শুভেচ্ছা জানিয়েছেন।