বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তরের শূন্য পদ পূরণে উদ্যোগী হল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের চাহিদা মত অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক এবং উপ-মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগের জন্য আধিকারিকদের তালিকা বিবেচনার জন্য পাঠানো হয়েছে। নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিটি শূন্যপদের জন্য তিন জন করে আধিকারিকের নাম কমিশনের কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। এব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে প্রস্তাব করা হয়েছে নবীকরণযোগ্য শক্তি দফতরের সচিব ইয়েলুচুরি রত্নাকর রাও, নদিয়ার জেলা শাসক এস. অরুণ প্রসাদ এবং বিজ্ঞান ও বায়োটেক দফতরের সচিব ড. গোদালা কিরণ কুমারের নাম।