বিদেশ সচিব বিক্রম মিশ্রির দু’দিনের নেপাল সফর আজ শেষ হচ্ছে। ভারত ও নেপাল পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতা আরো জোরদার করতে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। নেপাল সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রী গতকাল কাঠমান্ডুতে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করেন।
রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েলের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং দুদেশের চিরাচরিত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে কথা হয়। সিংহদরবারে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গেও সাক্ষাৎ করেন বিদেশ সচিব। নেপালের বিদেশ সচিব অমৃত বাহাদুর রায়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকেও যোগ দেন তিনি।
উল্লেখ্য, দুদিনের সফরে গতকাল সকালেই শ্রী মিশ্রি কাঠমান্ডু পৌঁছন।