মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 24, 2025 9:05 AM

printer

বিদেশ সচিব বিক্রম মিশ্রি অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে ভারতের কূটনৈতিক প্রয়াসের অঙ্গ হিসেবে চারটি বহু দলীয় প্রতিনিধি দলের সদস্যদের গতকাল পরিস্হিতি সম্পর্কে অবহিত করেছেন।

বিদেশ সচিব বিক্রম মিশ্রি অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে ভারতের কূটনৈতিক প্রয়াসের অঙ্গ হিসেবে চারটি বহু দলীয় প্রতিনিধি দলের সদস্যদের গতকাল পরিস্হিতি সম্পর্কে অবহিত করেছেন। কংগ্রেস নেতা শশী থারুর, বিজেপি-র রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পান্ডা এবং এন সি পি –র শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পরে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, ১৯৮৯ সাল থেকে ভারত যে সীমান্তপারের সন্ত্রাসবাদের শিকার, সে সম্পর্কে গোটা বিশ্বকে অবহিত করা হবে।  ভারতের সঙ্গে, ঠিক কি কি ঘটেছে এবং ভবিষ্যতে এধরনের সন্ত্রাসবাদী হামলা প্রতিহত করতে কি ব্যবস্হা নেওয়া হবে সে সম্পর্কে তারা সকলকে অবহিত করবেন।

বিজেপি-র বৈজয়ন্ত পান্ডা বলেন, বিদেশ সচিব যেভাবে তাদের অবহিত করেছেন, তা অত্যন্ত সুফল দায়ক। তার পরামর্শ অনুযায়ী গোটা বিশ্বের সামনে ভারতের দৃষ্টিভঙ্গী ও অবস্হানের কথা তুলে ধরা হবে।

অন্যদিকে, সুপ্রিয়া সুলে বলেন, ভারত যেকোনরকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং এই ক্ষেত্রে তাদের লড়াই জারি রয়েছে।