বিদেশ মন্ত্রী ডা এস জয়শঙ্কর জেরুজালেমে গতকাল ইজরায়েল প্রধান মন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে ভারত ও ইজরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক নিয়ে মত বিনিময় করেন। দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করাই এই বৈঠকের লক্ষ্য ছিল। প্রযুক্তি, অর্থনীতি, যোগাযোগ, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দু দেশের সহযোগিতা নিয়ে আলোচনা করেন তাঁরা। ইজরায়েলের অর্থনীতি ও শিল্প মন্ত্রী নির বরকতের সঙ্গেও বৈঠক করেন। বিদেশ মন্ত্রী দুই দেশের মধ্যে বিনিয়োগ ও উদ্ভাবন সহযোগিতা নিয়ে কথা হয় তাদের মধ্যে। শ্রী জয়শঙ্কর বলেন, দু পক্ষের অর্থনৈতিক অংশীদারিত্ব মজবুত করতে ভারত ইজরায়েল মুক্ত বাণিজ্য চুক্তির দ্রুত নিষ্পত্তি নিয়ে তিনি আশাবাদী।
Site Admin | December 17, 2025 9:41 AM
বিদেশ মন্ত্রী ডা এস জয়শঙ্কর জেরুজালেমে গতকাল ইজরায়েল প্রধান মন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে ভারত ও ইজরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক নিয়ে মত বিনিময় করেন।