বিদেশ মন্ত্রী ডক্টর সুব্রমণিয়ম জয়শঙ্কর বলেছেন, দেশগুলির যেকোনো চ্যালেঞ্জের মোকাবিলা, বিশেষ করে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে একযোগে কাজ করা অত্যন্ত জরুরী। তিনি আজ নতুন দিল্লিতে স্পেনের বিদেশ মন্ত্রী জোস ম্যানুয়েল আলবারেজ বুয়েনো-র সঙ্গে এক বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন। ভারত ও স্পেন- দুটি দেশ’ই সন্ত্রাসবাদের শিকার বলে উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে বিশ্বের প্রতিটি দেশের উচিত এর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা।
ভারত আগামী মাসে নতুন দিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সংক্রান্ত এক সম্মেলনের আয়োজন করবে বলে জানিয়ে বিদেশ মন্ত্রী, AI ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গীর কথাও তুলে ধরেন, যা ইওরোপের দৃষ্টিভঙ্গীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কৃত্রিম মেধাকে মানব কেন্দ্রিক, সুসংহত, দায়িত্বপূর্ণ, নীতিগত মূল্যবোধ সম্পন্ন হিসেবে অভিহিত করেন তিনি।
ভারত ও স্পেন, ২০২৬ সালকে AI, সংস্কৃতি ও পর্যটনের যুগ্মবর্ষ বা ডুয়েল ইয়ার হিসেবে চিহ্নিত করেছে বলেও উল্লেখ করেন ডক্টর জয়শঙ্কর। দুদেশের মধ্যে প্রাতিষ্ঠানিক ও শিল্প ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার ক্ষেত্রে এই বছর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এবছর, ভারত ও স্পেনের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি হচ্ছে। সেই আবহে দুদেশের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও বহুপাক্ষিকতার প্রতি মর্যাদার নিদর্শন হিসেবে আরো সুসম্পর্ক গড়ে উঠবে বলে ডক্টর জয়শঙ্কর প্রত্যয় ব্যক্ত করেন।