বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে বেলজিয়ামের উপ প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী ম্যাক্সিম প্রিভোর্ডের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শ্রী জয়শঙ্কর বলেন, বেলজিয়ামের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক। বাণিজ্য, শিল্প, শিক্ষা, উদ্ভাবন ও সংস্কৃতি ক্ষেত্রে দুদেশের সহযোগিতা সম্পর্ক রয়েছে। সেমি কন্ডাক্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বচ্ছ জ্বালানি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বিকেলে শ্রী জয়শঙ্কর ভারত সফর রত বেলজিয়ামের রাজকুমারীর সঙ্গে মিলিত হবেন। রাজকুমারী আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন।