বিদেশ মন্ত্রী ডক্টর এস জয় শংকর বলেছেন, ভারত-ইতালি অংশীদারিত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার অভিন্ন ভাবনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইতালির উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী আন্তনীয় তানজানির সঙ্গে বৈঠকে শ্রী জয়শংকর বলেন, উভয় দেশ ২০২৫-২৯ সালের জন্য কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। জোহানেসবার্গে জি ২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দু দেশের প্রধানমন্ত্রীদের বৈঠকে সন্ত্রাসবাদে অর্থ যোগানোর বিরুদ্ধে ঘোষিত যৌথ উদ্যোগের কথা এদিনের বৈঠকে তুলে ধরেন বিদেশমন্ত্রী। রাজনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তি ইত্যাদি বিভিন্ন বিষয় সহযোগিতা বৃদ্ধিতে উভয় পক্ষই প্রস্তুত বলে তিনি জানান।
Site Admin | December 10, 2025 10:31 PM
বিদেশ মন্ত্রী ডক্টর এস জয় শংকর বলেছেন, ভারত-ইতালি অংশীদারিত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নিরাপদ ও সমৃদ্ধ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার অভিন্ন ভাবনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।