মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 23, 2025 7:19 PM

printer

বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি, ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে করা হয়েছে। 

বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি, ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে করা হয়েছে। 
 
ডেনমার্কের এক সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ১০ ই মে সকালে ভারত পাকিস্তানের ওপর যে চরম আঘাত করে সেই কারণেই এই বিরতি। তিনি বলেন, এপ্রিলে ভারত যে সন্ত্রাসবাদী হামলার শিকার হয় তার ফল হিসেবেই ভারত এই পদক্ষেপ নেয়। সন্ত্রাসবাদীরা পাকিস্তানের মাটিতে ওই দেশের সরকার মদতপুষ্ট। 
 
জয়শঙ্কর বলেন, বর্তমান সময়ে বিশ্বের সব দেশ ও বিভিন্ন অঞ্চল ও গোষ্ঠীগুলোকে পরস্পরের সঙ্গে সুষ্ঠ ভাবে কাজ করতে হবে। 
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, এটি ভারত সহ সারা বিশ্বের কাছে এক চিন্তার বিষয়। ডক্টর জয়শঙ্কর বলেন, প্রতিবেশীর মাধ্যমে ভারতের সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত এসেছে। ইউরোপ এই বিষয়ে নির্লিপ্ত থেকেছে বলে উল্লেখ করেন তিনি। 
 
বিশ্বের বিভিন্ন বিষয়ে ইউরোপকে বাস্তববাদী হওয়ার কথা বলেছেন তিনি। স্বাবলম্বী ও বহুপাক্ষিকতার পক্ষে সওয়াল করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রের মধ্যে ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি একটি উল্লেখযোগ্য বিষয় বলে মন্তব্য করেন বিদেশমন্ত্রী।