বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ‘প্রতিবেশী প্রথম’, ‘অ্যাক্ট ইস্ট’ অথবা ‘বিমস্টেক’-এর মতো ভারতের বহু গুরুত্বপূর্ণ নীতির ক্ষেত্রে দেশের উত্তর পূর্বাঞ্চলের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, এই অঞ্চলের প্রাসঙ্গিকতা, সময়ের সঙ্গে আরো বৃদ্ধি পাবে।
গতকাল তিনি উত্তর পূর্বাঞ্চলীয় মন্ত্রকের আয়োজনে ‘নর্থ ইস্ট ইনভেস্টার্স সামিট ২০২৫’-এ অংশগ্রহণকারী রাষ্ট্রদূতদের সামনে বক্তব্য রাখেন।
ডক্টর জয়শঙ্কর বলেন, বিদেশী দূতরা এই অঞ্চল আবিষ্কার করার সঙ্গে সঙ্গে তাদের সরকার এবং শিল্পমহলকে এই অঞ্চলে আসার জন্য উৎসাহিত করবেন। উত্তর পূর্বাঞ্চল, প্রতিবেশী পাঁচটি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে এবং আসিয়ান ও ভারতীয় উপমহাদেশের সঙ্গে সেতু রচনা করেছেন বলে ডক্টর জয়শঙ্কর মন্তব্য করেন। এই প্রসঙ্গে তিনি ত্রিপক্ষীয় মহাসড়ক ও কালাদান-এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের উল্লেখ করেন।