মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 7, 2024 11:38 PM

printer

বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর রিয়াধে ভারত-উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আগামীকাল ভারত-উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আগামীকাল সৌদি আরবের রিয়াদ যাচ্ছেন। দু’দিনের এই সফরে তিনি জিসিসি সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে।

      সফরের দ্বিতীয় পর্যায়ে ডঃ জয়শঙ্কর মঙ্গলবার থেকে দু’দিনের সফরে জার্মানির বার্লিনে যাবেন। বার্লিনে এটি হবে তার তৃতীয় দ্বিপাক্ষিক সফর। ভারত ও জার্মানি দুই দেশের মধ্যেই মজবুত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। পাশাপাশি জার্মানি ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তম বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম। এই সফরে বিদেশমন্ত্রী, জার্মান বিদেশমন্ত্রীর পাশাপাশি সে দেশের সরকারের নেতৃত্ব ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।  

এরপর ডঃ জয়শঙ্কর এই মাসের ১২ তারিখ থেকে সরকারি সফরে সুইজারল্যান্ডের জেনেভা যাবেন।